Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

                                                                                                                                                                                      

এক নজরে

 ভূলবাড়ীয়া ইউনিয়ন পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ৩নং ইউনিয়ন। জনসংখ্যা-২৬৭৭৩, আয়তন- ৩০৬৩ বর্গ কিঃ মিঃ। ভূলবাড়ীয়া ইউনিয়ন সাঁথিয়া উপজেলার তৃতীয় বৃহত্তমি ইউনিয়ন। এই ইউনিয়ন পাবনা জেলা সদর হইতে ২৫ কিমি এবং সাঁথিয়া উপজেলা সদর হইতে ১৫ কিঃ মিঃ পশ্চিম দিকে অবস্থিত। অত্র ইউনিয়নের উত্তরে ধুলাউরি ইউনিয়ন ও ফরিদপুর উপজেলা, পশ্চিমে আটঘরিয়া উপজেলা দক্ষিনে আর-আতাইকুলা ইউনিয়ন আর পূর্বে নন্দনপুর ইউনিয়ন দ্বারা বেষ্টিত। অত্র ইউনিয়ন মূলত কৃষি ভিত্তিক অর্থনৈতিক মূল চালিকা শক্তি। এই ইউনিয়নের চতুর দিকে বাধদ্বারা সুরক্ষিত থাকায় কখনো বর্না হয় না। অপর দিকে ক্যানালের মাধ্যমে পাম্পের সাহায্যে যমুনা নদী হইতে পানি এনে ধরে রেখে ইউনিয়নের পানি চাহিদা সহজে পূরন করা হয়। যাহার ফলে বন্যা ও অনা বৃষ্টি এ এলাকার কৃষিতে খুব বেশি প্রভাবিত করতে পারে না। এই ইউনিয়নের জনগন শুধু কৃষির উপর নির্ভর করে না। তারা অনেকেই হাঁস মুরগির খামার, গরু ছাগল পালন, তাঁত শিল্প ইত্যাদি পেশার সাথে জড়িত।

* নবগঠিত পরিষদের বিবরণ:

            নতুন পরিষদের ভোট গ্রহণ: ২৮/১১/২০২১

            প্রথম সভার তারিখ: ১৭/০১/২০২২

            মেয়াদ উত্তীর্নের তারিখ:

 

*গ্রাম সমূহের নাম

গয়েশবাড়ী, ছোটমঙ্গলগ্রাম, স্বরগ্রাম, দেবীপুর, তেবাড়ীয়া, স্বরভবানীপুর, বড়ইবাড়ীয়া, ভূলবাড়ীয়া, দয়ারামপুর, কৃষ্ণপুর, ভিন্নগ্রাম, গনেশপুর, কালোগ্রাম, চুলকাটি, ভায়নাপাড়া, চৌবাড়ীয়া, শিবপুর, বৃহস্পতিপুর, গোসাইপাড়া, জগন্নাথপুর, ভবানীপুর, হরিপুর, রতনপুর

* ইউনিয়ন পরিষদের জনবল

  নির্বাচিত পরিষদ সদস্য: ১৩জন

  ইউনিয়ন পরিষদ সচিব: ১জন

  ইউনিয় গ্রাম পুলিশ   : ১০